বাংলাদেশেই যথেষ্ট পরিমাণে চাদর-বালিশ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে রোববার দুপুরে সড়কে আইনশৃঙ্খলাসংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।সংবাদ সম্মেলনে বিছানার চাদর ও বালিশের কভারের মান যাচাই করতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) জার্মানি সফর প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যথেষ্ট পরিমাণে চাদর-বালিশ সবই হচ্ছে। আমরা বিদেশেও রপ্তানি করছি।’
সম্প্রতি একটি আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ডাবল খাটের এক লাখ বিছানার চাদর ও বালিশের কভারের মান যাচাই করতে পুলিশ মহাপরিদর্শকসহ সরকারের তিনজন কর্মকর্তা ৯ দিনের সফরে জার্মানি যাচ্ছেন। এ নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।পরে শনিবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এক খুদে বার্তায় জানান, বিছানার চাদর ও বালিশের কভারের মান যাচাই নয়, বরং এসব জিনিসে ব্যবহৃত উপকরণের মান যাচাইয়ে পুলিশের মহাপরিদর্শকের জার্মানিতে যাওয়ার কথা ছিল। সরকারি আদেশে অনিচ্ছাকৃত ভুল থেকে এ বিভ্রান্তির উৎপত্তি।