‘সার্চ কমিটির কাছে প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করা হবে’

ইসি গঠনে সার্চ কমিটির কাছে প্রস্তাবিত সকল নামের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

ওবায়দুল হাসান বলেছেন, যেসব রাজনৈতিক দল এখনো নাম প্রস্তাব করেনি তারা আগামীকাল সোমবার বিকেল ৫টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম প্রস্তাব করতে পারবে। এর পরই মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নামের তালিকা প্রকাশ করা হবে।

রবিবার সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

সার্চ কমিটি এ পর্যন্ত ৩২৯টি নামের প্রস্তাব পেয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের কাছ থেকে।

এর আগে শনিবার দুই দফায় ২৫ বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। সেখানে আগামী নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিকে বিভিন্ন পরামর্শ দেয় তারা।

এর আগে ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।

Leave a Comment