বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের জয়

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জয় পেয়েছে। গত বছরের মতো এবারও ১১টি পদের ১০টিতেই জয় পেয়েছে এই পরিষদ। বাকি একটি পদে জয় পেয়েছে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে আজ শুক্রবার ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আফজালুল করিম।


ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লস্কর নুরুল হক। তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এস এম সাদিকুর রহমান পেয়েছেন ৩২৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীর হোসেন পেয়েছেন ১০ ভোট। সহসভাপতির দুটি পদে ৫৩৫ ও ৪০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন যথাক্রমে মোস্তাফিজুর রহমান ও বিষ্ণুপদ মুখার্জী। যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদের মধ্যে জয়ী একজন হলেন আওয়ামী লীগের কাজী আবুল কালাম, ৪৬৬ ভোট। অর্থ সম্পাদক পদে ৪৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাইফুল ইসলাম মোল্লা।

নির্বাহী সদস্যের চার পদেই জয় পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা। এর মধ্যে আনোয়ার হোসেন বাচ্চু ৫৫৪, আর্শিব উদ্দিন ৬২৬, আতিকুর রহমান খান ৫৫৮ ও সুমন বাড়ৈ ৪৫৯ ভোট পেয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জাহিদুল ইসলাম ৪০৩ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তিনি।
নির্বাচন কমিশনার আফজালুল করিম বলেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির ৯৭৫ ভোটারের মধ্যে গতকাল ৮৩২ জন ভোট দেন। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছে। ভোট গ্রহণ নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ ছিল না। এবারের নির্বাচনে ১১ পদের বিপরীতে দুটি প্যানেলে ২২ জন এবং সভাপতি পদে ১ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Leave a Comment