Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    International

    আপনার মাথাপিছু আয় যেভাবে বেড়েছে

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকFebruary 8, 2022Updated:January 25, 2024No Comments4 Mins Read
    Default Image

    অনেক বড় সুসংবাদ। আমাদের মাথাপিছু আয় কেবল বেড়েই চলছে। যেমন গত নভেম্বর মাসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলেছিল, সাময়িক হিসাবে দেশের মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৫৫৪ ডলার। আর আজ পাওয়া গেল চূড়ান্ত হিসাব। এ অনুযায়ী, বিদায়ী ২০২০-২১ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ ডলার। দেশীয় মুদ্রায় যা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।এক অর্থবছর আগেও (২০১৯-২০) এই মাথাপিছু আয় ছিল ২ হাজার ৩২৬ ডলার বা ১ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা। এর অর্থ হচ্ছে, পরের এক বছরে ২৬৫ ডলার বেড়েছে। আগাম সুখবর আরও আছে। যেমন গত ৩০ জানুয়ারি এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়ে

    ছেন, ‘আগামী অর্থবছরে আমাদের মাথাপিছু আয় আরও বেড়ে হবে ৩ হাজার ৮৯ মার্কিন ডলার।’
    এখন আপনারা যাঁরা এই লেখা পড়ছেন, ভুলেও পকেটে হাত দেবেন না। কেননা এক বছরে যে ২৬৫ ডলার আয় বাড়ল, এই অর্থ মানিব্যাগে খুঁজে পাবেন না। তবে অবশ্যই আপনার খুশি হওয়া উচিত। কেননা আপনার আয় না বাড়ুক, আরেকজনের ঠিকই বেড়েছে। ২০২০ সাল থেকে দেশ করোনার কারণে নানাবিধ সংকটের মধ্যে আছে। স্কুল আবার বন্ধ। বিক্রি কমেছে। বেড়েছে নিত্যপণ্যের দাম। আয় কমে গেছে। চিকিৎসায় বাড়তি ব্যয় হচ্ছে। কাজ হারিয়েছে মানুষ। এরপরও আমাদের মাথাপিছু আয় ঠিকই বেড়ে গেছে। এটাকে বৈষম্য আর গড় হিসাবের ম্যাজিক বলতে পারেন।

    যেভাবে বেড়েছে
    তাহলে একটি ঘটনার কথা বলি। এ থেকেই মাথাপিছু আয় বৃদ্ধির বাস্তব উদাহরণ পেয়ে যাবেন। যেমন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামের দিনমজুর মো. আলম ও তাঁর স্ত্রী তামান্না বেগম। গত ২৬ জানুয়ারি স্থানীয় এক হাসপাতালে অস্ত্রোপচারে এক ছেলেসন্তানের জন্ম দিয়েছিলেন তামান্না। হাসপাতালের বিল আসে ২৬ হাজার টাকা। কিন্তু এত টাকা নেই তাঁদের কাছে। ফলে এই দরিদ্র দম্পতি ৫০ হাজার টাকায় ওই সন্তানকে বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করেন।


    তাহলে মাথাপিছু আয়ের হিসাবটা কী দাঁড়াল? দিনমজুর মো. আলম ও তামান্নার আয় বেড়েছে ৫০ হাজার টাকা। গড়ে এই দুজনের মাথাপিছু আয় বেড়েছে ২৫ হাজার টাকা। আবার এই আয় থেকে হাসপাতালের বিল পরিশোধ করা হয় ২৬ হাজার টাকা। সুতরাং এই অর্থ অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলো। এতে বাড়বে সেবা খাতের আয়। এর প্রভাব পড়বে মোট দেশজ উৎপাদনে (জিডিপি)। আর জিডিপির প্রবৃদ্ধি মানেই তো আবারও মাথাপিছু আয় বৃদ্ধি।

    অর্থনীতি শিক্ষা এখানেই শেষ নয়। মো. আলম ও তামান্নার এই ৫০ হাজার টাকা আয়ের খবর ফাঁস হয়ে যায়। ছাপা হয় একাধিক জাতীয় গণমাধ্যমে। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। তারা বিক্রি করে দেওয়া সেই সন্তানকে আবার ফিরিয়ে দেন মা-বাবার কাছে। তাহলে দেখা যাচ্ছে, ওই পরিবারে সদস্যসংখ্যা এখন ৩। ফলে মাথাপিছু আয় আসলে বেড়েছে ১৬ হাজার ৬৬৬ টাকা। সুতরাং দেখা যাচ্ছে, আয় কমলেও সন্তানকে ফিরে পেয়ে নিশ্চয়ই মো. আলম ও তামান্না দম্পতির সুখ বেড়েছে।


    যাঁরা জিডিপি প্রবৃদ্ধিকে পাত্তা দিতে চান না, একে এক ধরনের বিভ্রম বলে মনে করেন, তাঁরা সুখের উদাহরণ দেন, বিশেষ করে টেনে আনেন জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক থেকে প্রকাশিত ‘বৈশ্বিক সুখ প্রতিবেদন’-এর কথা। এই প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয় বা জিডিপি বাড়াটাই সব নয়। সুখের সূচক করতে হলে দুর্নীতি, সামাজিক সহায়তা, স্বাধীনতা, উদারতা ও প্রত্যাশিত আয়ুষ্কালকেও যুক্ত করতে হবে। সুতরাং জিডিপির সঙ্গে সুখের সম্পর্কটি যে অনেক গোলমেলে, তা ভালোই টের পাচ্ছেন মো. আলম ও তামান্না দম্পতি। প্রথমে আয় বাড়লেও তাঁদের সুখ ছিল না, পরে আয় কমলেও সুখ বেড়েছে।

    ব্যয় নিয়ে আলাপ
    মাথাপিছু আয়ের বৃদ্ধি বুঝতে লেখার শুরুতে পকেটে হাত দিতে মানা করা হয়েছিল। কিন্তু ব্যয় নিয়ে আলাপে আর সেই নিষেধ নেই। অবশ্য মানিব্যাগে হাত না দিয়েই প্রতিটি সৎ নাগরিক মুখস্থ বলে দিতে পারবেন, ব্যয় কতটা বেড়েছে। মজার ব্যাপার হলো, আপনি যে আয় কখনো চোখে দেখবেন না, আপনার সেই আয়ের হিসাব সরকারের কাছে আছে। আর যে ব্যয়ের হিসাব আপনি মুখস্থ বলে দিতে পারবেন, তার হালনাগাদ কোনো হিসাব সরকারের কাছে নেই।


    গোলমাল আরও আছে। প্রবৃদ্ধি নিয়ে আলাপে সরকারের আগ্রহ কিন্তু মূলত আপনার ব্যয় নিয়ে। আপনি যত বেশি ব্যয় করবেন, প্রবৃদ্ধি তত বাড়বে। আমাদের জিডিপি গণনার পদ্ধতি এটাই। ফলে কোন পথে আয় করবেন, তা নিয়ে কম কম নজরদারিতে রাখলেও সমস্যা নেই। আপনার আয় সৎ পথে না দুর্নীতির মাধ্যমে অর্জিত, সেটা বড় কথা নয়। ব্যয় করলেই হলো। আর দুর্নীতি থেকে আয় হলেও কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া তো থাকেই। এ কারণেই দুর্নীতি সূচকে বরাবরই বাংলাদেশ খারাপ করে আসছে।সব মিলিয়ে সরকার আপনার মাথাপিছু আয় বাড়াতেই থাকুক। আর আপনি হিসাব কষতে থাকুন, সয়াবিন তেলের দাম বাড়ায় বাজারখরচ কত বাড়বে, সরকারি সেবা পেতে কয়বার ঘুষ দিতে হবে, ২৭ শতাংশ বাড়ানোর কারণে বাসভাড়া কত দিতে হবে, করোনা হয়ে গেলে চিকিৎসা ব্যয় কত বাড়বে ইত্যাদি ইত্যাদি।

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Related Posts

    Awakening a Nation: How the Bangladesh 2024 Revolution Inspires Global Change

    November 20, 2024

    গণহত্যার অভিযোগ চীন

    February 3, 2024

    ইসলামকে দুর্বল করে ফেলতে ইবলিস কি কি চক্রান্ত করছে?

    July 5, 2023
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.