হেঁটে হেঁটে নিজের শিল্পকর্ম দেখছেন এক শিক্ষার্থী। হঠাৎ অনেকগুলো রশি তাঁকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে, টেনে এনে ফেলে মাটিতে। উঠে দাঁড়াতে পারেন না তিনি, আটকা পড়ে যান। রশিগুলোতে লেখা, ‘দায়িত্বহীনতা’, ‘অব্যবস্থাপনা’, ‘অনিয়ন্ত্রিত যানবাহন’, ‘প্রশাসনের উদাসীনতা’, ‘অনিরাপদ ক্যাম্পাস’।রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের ট্রাকচাপায় মৃত্যুকে চিত্রায়িত করা হয় এই পারফর্মিং আর্টের মাধ্যমে। কীভাবে এবং কাদের অব্যবস্থাপনায় এই দুর্ঘটনা ঘটেছে, তা ফুটিয়ে তুলতে পারফর্মিং আর্টের পাশাপাশি ছিল চিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাস্থলে এই আয়োজন করেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
দিনব্যাপী এ আয়োজনে ‘হিমেল কর্নারে’ প্রদর্শন করা হয় মাহমুদ হাবিবের শিল্পকর্মগুলো। সেগুলো কাঠ, লোহা ও উলের তৈরি। এর সঙ্গে আছে তিন দিন ধরে আঁকা অনুষদের শিক্ষার্থীদের চিত্রকর্ম।এই চিত্রকর্মের মধ্যে একটি এঁকেছেন অনুষদের শিক্ষার্থী আনিসুর রহমান। তাতে দেখা যায়, একটি ট্রাকে চাকার বদলে আছে কংক্রিটের দেয়াল। এর নিচে চাপা পড়ে আছেন রক্তাক্ত শিক্ষার্থীরা। ছড়িয়ে-ছিটিয়ে আছে তাঁদের বই ও ব্যাগ। যেন ক্যাম্পাসের উন্নয়নকাজের অব্যবস্থাপনার বলি তাঁরা।
গত ১ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় মারা যান মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী মাহমুদ হাবিব। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত চারুকলার মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান প্রামাণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শঙ্কামুক্ত হলেও তাঁর একটি পা গুরুতর জখম হয়েছে।পারফর্মিং আর্টে মাহমুদ চরিত্রে অভিনয় করেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী মোমিন সিদ্দিকী। তিনি বলেন, ‘প্রতিবাদের ভাষা হিসেবে আয়োজনটি করা। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ঘাটতিগুলো আছে, তার জন্যই তো হিমেলের জান গেছে। সেই কাজগুলো যদি সুষ্ঠুভাবে করা হতো, তাহলে আজ এ ঘটনা ঘটত না। হিমেল আসলে আমাদের বড় একটা শিক্ষা দিয়ে গেল। ও আমাদের ঘুমভাঙানিয়া পাখি।’
আয়োজনের অন্যতম উদ্যোক্তা চারুকলা অনুষদের শিক্ষার্থী রওনক হাসান বলেন, ‘আমরা মূলত হিমেলের শিল্পকর্মগুলো দিয়েই এ প্রদর্শনী করছি। পাশাপাশি এ হত্যাকাণ্ডের পর আমাদের শিক্ষার্থীরা যে চিত্রকর্ম এঁকেছেন, সেগুলোও আছে। কীভাবে এবং কাদের অব্যবস্থাপনায় এ দুর্ঘটনা ঘটেছে, তা ফুটিয়ে তুলতে এ পারফর্মিং আর্ট করা হয়েছে। পরে এই শিল্পকর্মগুলো আমাদের অনুষদে সংরক্ষিত রাখব।’