সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সার্চ কমিটি নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নাম সুপারিশ করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিচারপতি এসএম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও অডিটর জেনারেল- মোহাম্মদ মুসলিম চৌধুরী।
সার্চ কমিটির সুপারিশকৃত ব্যক্তিদের থেকে পছন্দ অনুযায়ী পাঁচ সদস্য নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।
গত ২৯ জানুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’ গেজেট আকারে প্রকাশ করা হয়। আইন অনুযায়ী সময় সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।
আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে তারা ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। তাদের মধ্য থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।
আগামী ১৪ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে তার আগেই নতুন কমিশন গঠন করতে হবে। সেই কমিশনের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।