হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় রাস্তার জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার রামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় আহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শাহিদ মিয়া (৩৫), মিজানুর রহমান (৩০), আবদুল আজিজ (৩০) , আবদুল হক (৪৫), নানু মিয়া (২৫), শাহেদা বেগম (২৬), জাহিদুল (৩০), শাহীন (২৭), মনোয়ারা বেগম (৩২), মমতা বেগম (৩৫), হাবিব (২৮) ও কাওছার মিয়া (২৭)।
তাঁদের মধ্যে শাহিদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর ব্যক্তিদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রামগঞ্জ গ্রামে একটি পারিবারিক রাস্তার (বাড়ির রাস্তার) জায়গা নিয়ে গ্রামের ওয়াহিদ মিয়া ও মিজানুর রহমানের বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে এ সড়ক দিয়ে চলাচল নিয়ে দুটি পক্ষের লোকজনের বচসা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের এ সংঘর্ষে ৪৫ জন আহত হন। এ সময় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি পারিবারিক রাস্তার জায়গা নিয়ে এ বিরোধ। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।