চলতি বছরেই চট্টগ্রামে হবে হাইকোর্টের সার্কিট বেঞ্চ: আইনমন্ত্রী

চলতি বছরেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ‘আইনজীবী মিলন মেলা-২০২১’ এর অনুষ্ঠানে শনিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে একটা হাইকোর্ট বেঞ্চের দাবি আপনাদের। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন। আশা করি এ বছর শেষ হওয়ার আগেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ হবে।’

তিনি বলেন, ‘সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় শুধু বদ্ধপরিকরই নয়, এজন্য যা যা করার তাই করা হবে।’

আনিসুল হক বলেন, দেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেখানে আইনজীবীরা মুখ্য ভূমিকা পালন করেছেন। জাতি এটা কখনোই ভুলবে না।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘আদালত পাড়ায় অনেক মানুষের সমাগম হয়। তাই এই সময়টায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল), আইন সচিব মো. গোলাম সারওয়ার, চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বক্তৃতা করেন।

Leave a Comment