শুধু বিএনপির সভা-সমাবেশ ঠেকাতে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিনা তা নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপি মুখপাত্র বলেন, শুধু বিএনপির সভা-সমাবেশ ঠেকাতেই গতকাল জারি করা বিধিনিষেধ দেওয়া হয়েছে কিনা তা নিয়েই জনগণের প্রশ্ন রয়েছে।
‘কারণ, সরকারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে এবং ১৪৪ ধারা ভেঙে সভা সমাবেশে যোগ দিতে শুরু করেছে মানুষ। এতে আতঙ্কিত সরকার’ যোগ করেন তিনি।
রিজভী বলেন, যতই চক্রান্তের জাল ফেলা হোক না কেন, এই অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না।
তিনি অভিযোগ করে বলেন, আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলায় ষড়যন্ত্রের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে। সামনের নির্বাচনকে সামনে রেখে এই সাজা দেওয়া হচ্ছে।
বিএনপি মুখপাত্র আরও বলেন, টিকা ও করোনা সামগ্রী নিয়ে কেলেঙ্কারি ছাড়া আর কিছু দিতে পারেনি সরকার। সঠিক ব্যবস্থা নিতে পারলে করোনা সংক্রমণ বাড়তো না।