মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট শুরু হয়েছে বাংলাদেশ সময় ভোর ৪টায়। তামিম ইকবাল তখন ফেসবুকে এক পোস্টে জানিয়ে দেন খেলা দেখছেন।টেস্টে আজ পঞ্চম ও শেষ দিনটা যে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, তা তামিমের মতো বাংলাদেশের সব ক্রিকেটপ্রেমী জানতেন।নিউজিল্যান্ডকে তাঁদেরই মাটিতে ৯ উইকেটে বাংলাদেশ হারানোর পর তামিম আর নিজেকে ধরে রাখতে পারেননি। সকালের সেশনে তুলে নেওয়া জয়ের পর ফেসবুকে করা বড় এক পোস্টে অভিনন্দন জানান বাংলাদেশ দলকে। চোট এবং পুর্নবাসনজনিত কারণে আপাতত জাতীয় দলের বাইরে আছেন এ ওপেনার।ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে করা পোস্টে তামিম লিখেছেন, ‘অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন। বছরের পর বছর, সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি!
সবচেয়ে ভালোলাগার বিষয়, সর্ম্পূণ দলীয় প্রচেষ্টার জয় এটা। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। ইবাদতের অসাধারণ বোলিংয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেওয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি।’তামিম এরপর আলাদা করে একজনের কথা লিখেছেন, ‘আমি তবু আলাদা করে বলব একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে ‘আমরা পারি, আমরা অবশ্যই পারি।’ বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তার পরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সব সময়। মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!’
বাংলাদেশ জয় থেকে ৬ রান দূরে থাকতেই টুইট করেন সাকিব, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন।’ পরে আরেকটি টুইটে অভিনন্দন জানান দলকে, ‘আমাদের ফাস্ট বোলারদের অসাধারণ পারফরম্যান্স এবং ব্যাটসম্যানরাও দারুণ খেলেছে। দিনটা উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের।’অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফেসবুকে পোস্ট করেন, ‘আলহামদুলিল্লাহ্ । সকল প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তার। নিউজিল্যান্ডের মাটিতে দীর্ঘ অপেক্ষার পর এমন অসাধারণ একটি জয়। বিশেষ করে এই সময়ে আমাদের খুব বেশি দরকার ছিল। অভিনন্দন দলনায়ক মুমিনুল হক ভাই সহ টীমমেট দের। আশাকরি ২০২২ সালটা আমাদেরই হবে, ইনশাআল্লাহ।’বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার জামাল ভূঁইয়া ফেসবুকে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিউজিল্যান্ডে ভাইদের অসাধারণ প্রেরণাদায়ক জয়। অভিনন্দন বাংলাদেশ।’