স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে ফেসবুক,মেসেঞ্জার।
গত ২৬শে মার্চ শুক্রবার থেকেই কাজ করছিল না দেশের ফেসবুক,মেসেঞ্জার।ফলে ফেসবুক কেন্দ্রিক ব্যবসায়ী উদ্যোগগুলো ক্ষতির মুখে পড়েছিল।আর তাই ফেসবুক,মেসেঞ্জার ব্যবহার করার জন্য তাদের ভিপিএন ব্যবহার করতে হয়েছিলো।
শুক্রবার বায়তুল মোকাররম এলাকা, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার পর ফেসবুক ও ম্যাসেঞ্জার কার্যত অকার্যকর হয়ে গেলেও সোমবার টা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
সোমবার রাত ১১ টার দিক থেকেই মেসেঞ্জার এ তথ্য এবং ছবি পাঠানো যাচ্ছে।
ফেসবুক কি কারণে বন্ধ হয়ে গিয়েছিল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি।তবে শনিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছিলেন দেশে সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্ল্যাটফর্ম বন্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্ত্রীর কথা ধরে এ ফেইসবুক বন্ধ রাখার কারন জানতে আইশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থার সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও তাদের কারো কোন বক্তব্য পাওয়া যায়নি।