বাংলাদেশ কর্ম কমিশন আজ (২৯ মার্চ) সোমবার ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এই পরীক্ষায় পাশ করেছেন মোট ৬ হাজার ২২ জন।
৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গত ২৬ শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। প্রায় ২৭ হাজারেরও বেশি ক্যান্ডিডেট প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। পিএসসি কতৃক ৪২ তম বিসিএসের প্রিলি পরীক্ষার সারকুলার গত বছর নভেম্বরে দেয়া হয়েছিল।
প্রিলিমিনারিতে উত্তীর্ণ ক্যান্ডিডেটরা এবার মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন। মৌখিক পরীক্ষার মাধ্যমে তারপর ২০০০ জনকে ফাইনালি বাছাই করা হবে।
এদিকে আবার করোনা পরিস্থিতি অবনতির কারণে ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সোমবার (২৯ মার্চ) পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।পিএসসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ পরীক্ষা স্থগিত থাকবে।