Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    Islamic

    বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন চায় পাকিস্তান

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকOctober 26, 2021Updated:January 25, 2024No Comments2 Mins Read
    বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন চায় পাকিস্তান

    বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এসংক্রান্ত একটি বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি গতকাল সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই বার্তা হস্তান্তর করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সঙ্গে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখার বিষয়ে বাংলাদেশের নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’।

    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে প্রায় সাত বছর আগে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছিল। পাকিস্তান তখন ওই বিচারের বিরোধিতা করে। এরই পটভূমিতে কূটনৈতিকসুলভ নয়—এমন আচরণের জন্য দুই দেশ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছিল। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে প্রায় দুই বছর ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের পদ শূন্য ছিল। বাংলাদেশ সরকার ‘অ্যাগ্রিমো’ অনুমোদনের পর গত বছর জানুয়ারিতে ঢাকায় আসেন হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি। তিনি দায়িত্ব নেওয়ার পর গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয়বারের মতো সাক্ষাত্ করেন।

    এর আগে গত ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেও তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের আগ্রহের কথা জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, বাংলাদেশ ১৯৭১ সালে পাকিস্তানের নৃশংসতার কথা ভুলতে পারে না, ক্ষমা করতেও পারে না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ গত মার্চ মাসে পাকিস্তান ছাড়া এই অঞ্চলের অন্যান্য দেশ ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার নেতাদের ঢাকায় আমন্ত্রণ জানায়। তবে সেই অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা উচিত বলে পাকিস্তানের হাইকমিশনারকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাইকমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি মূল কপি শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। তিনি একটি ফটো অ্যালবাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৪ সালে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান সফরের ছবির পেইন্টিং এবং ভিডিও ফুটেজও উপহার দেন।

    বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্মারক হস্তান্তর করার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাকিস্তানের বাংলায় একটি ক্যালিগ্রাফি বই প্রকাশ করার প্রশংসা করেন। অ্যাম্বাসাডর এট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ সময় উপস্থিত ছিলেন। পাকিস্তান হাইকমিশন জানায়, হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি বাংলাদেশে তাঁর কূটনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নে সমর্থন প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Related Posts

    ইসলাম ধর্মে নারীদের বিশেষ সম্মান

    January 22, 2025

    ইসলামোফোবিয়া বা ইসলামভীতি

    September 7, 2024

    তাহাজ্জুদ নামাজের কিভাবে দোআ করলে কবুল হয়

    May 16, 2024
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.