আমাদের শরীরের এমন অনেক অঙ্গ আছে যেগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যে সেগুলো ছাড়া আমরা বাঁচতে পারিনা।আজ তেমনই একটি অঙ্গ সম্পর্কে আমরা জানব।সেটি হলো ফুসফুস।
ফুসফুসের দুইটি অংশ-
*এপেক্স
*বেস
তিনটি বর্ডার-
*এন্টেরিয়র
*ইনফিরিয়র
*পোস্টেরিয়র
দুইটি তল
*কোস্টাল
*মিডিয়াল
মিডিয়াল তলের আবার দুইটি অংশ-
-ভার্টিব্রাল
-মিডিয়াস্টিনাল
আমাদের শরীরে ফুসফুস দুইটি; ডান আর বাম।ডান ফুসফুস দুইটি ফিসার দ্বারা তিনটি লোবে বিভক্ত।আর বাম ফুসফুস একটি ফিসার দ্বারা দুইটি লোবে বিভক্ত।প্রতিটি ফুসফুসেই ১০ টির মত লোবিউল থাকে।
বাম ফুসফুসের নিচের দিকে থাকে লিঙ্গুলা,কার্ডিয়াক নচ যেগুলো ডান ফুসফুসে থাকেনা।
©দীপা সিকদার জ্যোতি