ব্রুজোনের বাংলাদেশ জিতলেও মন ভরাতে পারেনি

জেমি ডে-কে সরিয়ে তাঁকে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলের কোচ হিসেবে যেদিন নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সেদিন থেকেই সাফে বাংলাদেশের কাছ থেকে পাসিং ফুটবল দেখার আশা ছিল সবার। কিন্তু মালদ্বীপের রাজধানী মালেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে সে আশা সেভাবে পূরণ আর হলো কই!

ত্রিভূজ গড়ে দু-তিনটি পাসে আক্রমণে ওঠার চেষ্টা মাঝেমধ্যে দেখা গেছে বটে। কিন্তু তুলনামূলক দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ফুটবলটা আর যা-ই হোক, মন ভরানোর মতো হয়নি। তবে মন জেতার চেয়েও গুরুত্বপূর্ণ যে কাজটা সেটি বাংলাদেশ ঠিকঠাকভাবেই করেছে। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সাফের শুরুটা ভালোভাবেই করেছে ব্রুজোনের বাংলাদেশ। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের গোলটি করেছেন তপু বর্মন।

ভারত, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে এর পরের ম্যাচ তিনটি বাংলাদেশের আরও কঠিন পরীক্ষা নেবে নিশ্চিত, সে পরীক্ষাগুলোর আগে পয়েন্টের দিক থেকে অন্তত জ্বালানিটা ভরে নিয়েছেন জামাল-তপুরা।

Leave a Comment