কুশিয়ারায় ধরা পড়ল ‘১০০ কেজির’ বাঘাইড়, দাম লাখ টাকা

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে আড়াই মণ ওজনের একটি বাঘাইড় মাছ।

মাছটি জেলেদের কাছ থেকে কিনে বিক্রির জন্য সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে এনেছেন মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলা উদ্দিন।

মাছটির ওজন ১০০ কেজি দাবি করে তিনি এটি বিক্রির জন্য ১ লাখ টাকা দাম হাঁকাচ্ছেন।

সোমবার বিকালে মাছটি বাজারে তোলা হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে অনেকে সেখানে ভিড় করছেন। কেউ কেউ ছবি তুলছেন। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাছটি বিক্রি হয়নি।

ব্যবসায়ী আলা উদ্দিন জানান, কুশিয়ারায় বড় মাছ ধরা পড়ার খবর পেয়ে তিনি সেখানে গিয়ে মাছটি কিনে এনেছেন। এরপর বিক্রির জন্য লালবাজারে তুলেছেন।

তিনি জানান, ১ লাখ দাম হাঁকালেও ৯০-৯৫ হাজার টাকা পেলে বিক্রি করে দেবেন। অন্যথায় আগামীকাল (মঙ্গলবার) মাছটি কেটে কেজি হিসেবে বিক্রি করা হবে।

কেজি দরে মাছ নিতে অনেকে নিজের নাম তালিকাভুক্ত করছেন বলেও জানান এই ব্যবসায়ী।

Leave a Comment