চোখের জল তৈরী কারক

আমরা দুঃখ কষ্টে চোখের জল ফেলি।কিন্তু চোখের সেই জল কোথা থেকে আসছে কোন পথে আসছে সে সম্পর্কে আমরা অবগত নই।তাই আজকে এ সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব।

আমাদের চোখে আছে ল্যাক্রিমাল গ্রন্থি।এই গ্রন্থি চোখের জল নিঃসরণ করে।সেই জল বিভিন্ন পথে আমাদের চোখ দিয়ে বাইরে বেরিয়ে আসে।
চোখে থাকা একটি গুরুত্বপূর্ণ অ্যাপারেটাস হলো ল্যাক্রিমাল অ্যাপারেটাস বা বস্তু।
ল্যাক্রিমাল অ্যাপারেটাসে আছে-
*ল্যাক্রিমাল গ্রন্থি
*ল্যাক্রিমাল গ্রন্থির নালী
*কনজাংকটিভাল স্যাক
*ল্যাক্রিমাল পাঙ্কটা
*ল্যাক্রিমাল ক্যানালিকুলি
*ল্যাক্রিমাল স্যাক
*ন্যাসোল্যাক্রিমাল ডাক্ট
ডাক্ট বলতে নালীকে বোঝায়।

ল্যাক্রিমাল গ্লান্ডগুলো সেরাস গ্লান্ড।
এই গ্লান্ড তৈরী করে অ্যাকিউয়াস হিউমার।তাকে আমরা চোখের জল বলে জানি।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment