সংবেদী ট্রাক্টের সংবেদন

উর্ধ্বগামী ও নিম্নগামী- এই দুই ধরনের ট্রাক্ট রয়েছে আমাদের স্নায়ুতন্ত্রে।উর্ধ্বগামী ট্রাক্টগুলো সংবেদী ধরনের।এরা বিভিন্ন উত্তেজনা মস্তিষ্কে প্রেরণ করে।

উর্ধ্বগামী ট্রাক্টগুলো দুই প্রকার-
১.ডর্সাল কলাম মিডিয়াল লেমনিস্কাল
২.এন্টেরোল্যাটেরাল

এন্টেরোল্যাটেরাল পাথওয়ে দিয়ে বিভিন্ন সংবেদনা যায়।যেমন-
*ক্রুড টাচ
*চাপের সংবেদন
*তাপের সংবেদন
-ঠান্ডা
-গরম
*সুড়সুড়ির সংবেদন
*চুলকানির সংবেদন
*যৌন সংবেদনা

এন্টেরোল্যাটেরাল পাথওয়ে বলতে সামনের এবং পাশের- উভয় পাথওয়েকেই বোঝায়।এই পাথওয়ে দিয়ে শরীরের বিভিন্ন স্থানের নানারকম সংবেদনা মস্তিষ্কে এসে পৌঁছায়।
এর ফলে আমাদের মস্তিষ্ক অনেক অনুভূতি গ্রহণ করতে পারে এবং তার প্রেক্ষিতে সাড়াদান তথা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment