তেলাপোকা দূর করবেন যেভাবে

তেলাপোকার য’ন্ত্রণায় অনেকেই অতিষ্ট।

অনেক চেষ্টা করেও দূ’র ক’রতে পারছেন না।

এবার জে’নে এক মিনিটের মধ্যে রান্নাঘর থেকে যেভাবে তেলাপোকা দূ’র করনে।

রান্নাঘর এমন একটি জায়গা যেখানে খাবার, খাবারের টুকরো তেল মসলা প’ড়ে থাকে ফলে নোংরা হয়।

তৈলাক্ত রূপে খাবার দাবার প’ড়ে থাকলে বা অযথা নোংরা হলে তেলাপোকা হবে।

প্রতিদিন মাত্র এক মিনিট রান্না ঘরের আনাচে কানাচে প’রিষ্কার ক’রতে সময় নিলেই আরশোলা আর থাকবেনা ধারে কাছে। তবে তা কী করে? সামান্য একটু গুঁড়ো সাবান একটু পানি ও ন্যাকড়া দিয়ে মুথে দিলেই জায়গাটা প’রিষ্কার থাকবে ফলে আসবে না তেলাপোকা।

অযথা খাবার দাবার বা খাবার দাবারের অংশ বিশেষ যে না প’ড়ে থাকে রান্নাঘরে সেই দিকে খেয়াল রাখতে হবে। তবে বসবে না তেলাপোকা।

নিয়মিত রান্নাঘর প’রিষ্কার করলেই ধারে কাছে আর আরশোলা আসবেনা। এইভাবেই প্রতিদিন একটু সময় দিলেই চিরতরে তেলাপোকা থেকে মু’ক্তি পাওয়া যায়।

Leave a Comment