ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। ছাত্রদলের অভিযোগ, এই হামলার সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত।

রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন বিএনসিসি ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে শহীদ মিনার থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরবর্তীতে মিছিলটি বঙ্গবন্ধু টাওয়ার অতিক্রম করে বিএনসিসি ভবনের সামনে আসলে হামলা করে ছাত্রলীগের নেতকর্মীরা। এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।

এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। বিএনসিসির সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইক নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

হামলার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, নৈরাজ্যবাদী কর্মকাণ্ডের মাধ্যমে যারা রাজনীতি পরিচালনা করে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা বিকৃত করতে চাই তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলতে গণতান্ত্রিক প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক।

Leave a Comment