গণটিকা নয়, নিবন্ধন করেই নিতে হবে টিকা আপাতত: স্বাস্থ্যমন্ত্রী

আপাতত আর গণটিকা কর্মসূচি হচ্ছে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নিবন্ধন করেই টিকা নিতে হবে আগ্রহীদের।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা দেশে আসবে।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাধ্যমে সাড়ে ১০ কোটি টিকা পাওয়া যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, এসব টিকা হাতে আসলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ সাত থেকে আট কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে।

দেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন মানুষ।

এদিকে রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার ১০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

Leave a Comment