তানজানিয়ার প্রথম মুসলিম নারী হিসেবে কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। গতকাল শুক্রবার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে রাজধানী দারেস সালামে তিনি সংবিধানের শপথ নেন দেশটির সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর।
৬১ বছর বয়সী সামিয়া হাসান দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান হলেন ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলে ওয়ার্ক জিউদের পরে আফ্রিকার দেশগুলোর মধ্যে। ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান সামিয়া ২০১৫ সাল থেকে দেশটির। এরপর তিনি গত বছর একই পদে পুনরায় নির্বাচিত হোন ।
প্রয়াত প্রেসিডেন্ট মাগুফুলির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকার কথা ছিল ২০২৫ সাল পর্যন্ত তানজানিয়ার সংবিধান অনুসারে। প্রয়াত মাগুফুলির প্রেসিডেন্সির বাকি থাকা মেয়াদকাল পুরো করবেন সামিয়া।
সূত্র : আনাদোলু এজেন্সি