গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে।এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪শ ২৭ জনের।২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২১.১৩ শতাংশ।
আজ বৃস্পতিবার (১২ আগস্ট) দুপুরে এসব তথ্য জানান রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৪ জেলায় করোনায় মারা গেছেন ১৫ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের ছয় জন, নীলফামারীর একজন, ঠাকুরগাঁওয়ের ছয় জন ও দিনাজপুরের দুই জন রয়েছেন।
আর এ সময়ে বিভাগে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪২৭ জন। তাদের মধ্যে রংপুরে ১৬৯ জন, দিনাজপুরের ৬৪ জন, ঠাকুরগাঁওয়ের ৩১ জন, কুড়িগ্রামের ৪১ জন , পঞ্চগড়ের ২৬ জন, নীলফামারীর ২৩ জন, গাইবান্ধার ৫৮ জন ও লালমনিরহাটের ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।