আমাদের শরীরে সোডিয়াম খুব গুরুত্বপূর্ণ একটি পদার্থ যা শরীরের নানা কাজে সহায়তা করে থাকে।তবে এটির অতিরিক্ত পরিমাণে উপস্থিতি আমাদের শরীরের জন্য ভালো নয়।শরীরের এর আধিক্যকে বলে হাইপারন্যাট্রেমিয়া।
আমাদের শরীরে সোডিয়ামের পরিমাণ যখন ১৪৫ মিলিমোল/লিটার এর চেয়ে বেড়ে গেলে তাকে বলে হাইপারন্যাট্রেমিয়া।এর কারণগুলো হলো-
★পানি ক্ষয়ঃ
*বৃক্কের লবণ ও পানি ক্ষয়।যেমনঃ
-অসমোটিক ডাইইউরেসিস
-লবণ ক্ষয়
-এড্রেনাল ফেইলার
*অতিরিক্ত লবণ ও পানি ক্ষয়।যেমনঃ
-ডায়রিয়া
-বমি
-ঘাম
-পুড়ে যাওয়া
*ডায়াবেটিস ইনসিপিডাস
★সোডিয়াম অর্জনঃ
*কোন’স সিনড্রোম
*কুশিং সিনড্রোম
*সোডিয়াম বাই কার্বোনেটের ইনফিউশন
*প্যারেনটেরাল এলিমেন্টেশন
©দীপা সিকদার জ্যোতি