আরও ৫৪ লাখ টিকা আসছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৫ আগস্টের মধ্যে দেশে ৫৪ লাখ করোনা টিকা আসবে।

সোমবার বেলা ১২টার পর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

তিনি জানান, এ ৫৪ টিকা লাখ টিকা চীন ও কোভ্যাক্স থেকে পাওয়া যাবে।

মন্ত্রী আরও বলেন, টিকা দিলেই সংক্রমণ ছড়াবে না এমন না। তাই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ দিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত দেশের ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন মানুষ কভিড-১৯ টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪ লাখ ৭ হাজার ৮৩৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।

বর্তমানে নিবন্ধন করে টিকার অপেক্ষা আছে ১ কোটি ১০ লাখ মানুষ। সরকারের হাতে টিকা আছে ৭০ লাখের মতো, যা থেকে দ্বিতীয় ডোজের জন্য রাখতে হবে। 

দেশে বর্তমানে কোভিশিল্ড, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

Leave a Comment