গণপরিবহনে যত আসন তত যাত্রী নেওয়ার সিদ্ধান্ত

আগামী ১১ আগস্ট থেকে শিথিল করা হচ্ছে কঠোর বিধিনিষেধ। এবার শিথিলের পর সড়ক, নৌ ও রেলপথে সকল ধরনের যানবাহন চালু করা হবে। এগুলোর প্রতিটা আসনেই যাত্রী পরিবহন করা যাবে। তবে গণপরিবহন চলাচল করবে অর্ধেক।

রোববার (০৮ আগস্ট) করোনাভাইরাসের বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চলমান বিধিনিষেধ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক, রেল ও নৌপথে যত আসন তত যাত্রী নিয়ে পরিবহন বা যান চলাচল করতে পারবে। সড়ক পথে যান চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন স্ব-স্ব এলাকার আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা, পরিবহন সংশ্লিষ্ট নেতাদের সাথে আলোচনা সাপেক্ষে দৈনিক মোট পরিবহনের অর্ধেক চালু রাখতে পারবে।

এছাড়া, রেলপথে অনলাইন ও সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে চলাচল করতে পারবে। এক্ষেত্রে অনলাইনে পাওয়া যাবে মোট টিকেটের ৫০ শতাংশ। সমপরিমাণ টিকেট পাওয়া যাবে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে।

Leave a Comment