সাড়ে তিন কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার

কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাড়ে তিন কোটি টাকা মূল্যের । তিন চোরাকারবারীকে গ্রেফতার করা হয় , শনিবার রাতে এশিয়ান হাইওয়ে সড়ক নামে পরিচিত গাজীপুর বাইপাস সড়কের কালাদী এলাকার মেসার্স এফ হক ফিলিং স্টেশনের সামনে থেকে মূর্তিসহ।

মান্দ্রা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুল হালিম (৫৯), পশ্চিম আউটশাহী এলাকার মৃত বিশু মিয়ার ছেলে আব্দুল মালেক (৬৩) ও শিলিমপুর এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে আব্দুল মজিদ (৫৩) গ্রেফতারকৃতরা মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার ।

শনিবার রাতে র‌্যাব টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মূর্তি পাচারের খবর পেয়ে কালাদী এলাকায় অবস্থান করে র‌্যাব-১ এর নায়েব সুবেদার সৈয়দ শুকুর আলী জানান। তবে পাচারকারী আব্দুল হালিম, আব্দুল মালেক ও আব্দুল মজিদ র‌্যাবের পরিস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিন পাচারকারীকে ৩৫.৪ কেজি ওজনের ৩ কোটি ৫৪ লক্ষ টাকা মূল্যের মূর্তি ও তিনটি মোবাইলসহ গ্রেফতার করা হয় তারা জানায় ।

Leave a Comment