ডেঙ্গু রোগ প্রতিরোধে মেয়রের নির্দেশ…

৪ আগস্ট বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু রোগ থেকে বাঁচার জন্য বাড়ির আঙিনা পরিষ্কার রাখার নির্দেশ দেন।বুধবার রাজধানীর ভাটারায় মাদানী অ্যাভিনিউতে এডিস মশা ও চিকুনগুনিয়া নিধন অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রমে তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, ‘ঢাকা শহরকে রক্ষার দায়িত্ব শুধু মেয়র কিংবা সরকারের একার নয়, আমাদের সবার। নিজের পরিবারসহ শহরকে রক্ষার জন্য আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নগরীর এক কোটি মানুষের ২ কোটি হাতকে কাজে লাগিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করার সম্ভব।এছাড়াও বর্তমানে সরকারি-বেসরকারি যেকোনো ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ জরিমানার পরিমাণও ক্রমান্বয়ে বাড়তে থাকবে।’পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করার কথা বলেন তিনি। এছাড়া নিজেদের বাসা-বাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিনদিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ রাখতে বলেছেন।

Leave a Comment