বৃত্তে ফেরা

মিথ্যের ভরাডুবি
স্বপ্নের ছায়াছবি
আশ্বিনের ভোরে ভাসে কুয়াশার চর,
নিয়মের হেরফেরে
বিষাদের আঘাতে
চুরমার হয়ে যায় ভাবালুতার ঘর ।

নিঃস্ব নিশিথে
টুকরো বিশ্বাসে
পথ চলি একেলা সঙ্গীহীন রাজপথে,
নয়নাভিরাম জোছনায়
তারাদের মিলনে
নৈরাশ্যের বালুকা ছুঁড়ে ফেলি সেইসাথে।

রাস্তার দুই ধারে
ছায়াবিথীর পথ ধরে
হেঁটে যাই বহুদূর ঠিকানাহীন লক্ষ্যে,
মাথুরের পালা বেঁধে
ভাসানের গান শুনে
নিন্দিত জনতা রাত জাগে বিরহে।

থমকে দাঁড়িয়ে
চেয়ে থাকি অপলকে
রাত্রির মায়া বাড়ে রাত বাড়ার সাথে সাথে,
ঝিঁঝিঁর কলতানে
মুগ্ধ আবেশে
রবের মহিমা আসে শুধু স্মরণেতে।

ধূধূ বালুচরে
অবারিত প্রান্তরে
সিজদায় লুটে পড়ি কৃতজ্ঞচিত্তে,
বাঁধভাঙা নোনাজলে
পুলকিত মনোরথে
আবারো ফিরে আসি চেনা সেই বৃত্তে।


কলমে: মেহেজাবীন শারমিন প্রিয়া।

Leave a Comment