আমাদের প্রাপ্তবয়স্ক যৌন জীবনের শুরু হওয়াকে বলে পিউবার্টি।আমাদের সবাইকেই এ সময়টির ভেতর দিয়ে যেতে হয়।আজ সে সম্পর্কে জানব।
আমাদের জীবনের একটি বিশেষ সময় হলো পিউবার্টি। এ সময় আমাদের শরীরে অনেক পরিবর্তন আসে।ছেলে এবং মেয়ে-উভয় ক্ষেত্রেই।এই পরিবর্তন গুলো হলো-
*থেলার্চিঃ
এটি মূলত মেয়েদের ক্ষেত্রে হয়।এ সময় তাদের স্তনের পরিবর্তন বলে।এ পরিবর্তন এর শুরুকে থেলার্চি বলে।
*পিউবার্চিঃ
বগলে এবং পিউবিক অঞ্চলে চুল/লোম গজানোর শুরুকে বলা হয় পিউবার্চি।এ সময়ে এই পরিবর্তন গুলো হয়ে থাকে।
*মেনার্কিঃ
মেয়েদের ঋতুচক্র শুরু হওয়ার শুরুকে বলা হয় মেনার্কি।এ সময় তারা মা হওয়ার ক্ষমতা অর্জন করে।
*এড্রেনার্কিঃ
এটি ছেলে ও মেয়ে-উভয় এর মধ্যে হয়।এ সময় এড্রেনাল গোনাডোট্রোপিন এর ক্ষরণ বেড়ে যায়।
মেয়েদের পিউবার্টি তুলনামূলক আগে হয়।
মেয়েদের ক্ষেত্রে পিউবার্টির বয়স ৮-১৩ বছর বয়স।
ছেলেদের ক্ষেত্রে পিউবার্টির বয়স ৯-১৪ বছর বয়স।
@দীপা সিকদার জ্যোতি