Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    Rangpur

    বুয়েট শিক্ষার্থীকে যৌন হয়রানি নিয়ে আলোচনা তদন্ত কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকJuly 27, 2021Updated:January 25, 2024No Comments6 Mins Read
    Default Image

    এক নারী শিক্ষার্থীকে মেসেঞ্জারে বুয়েটেরই আরেক শিক্ষার্থী অর্ধনগ্ন ছবি ও অশ্লীল ভিডিও পাঠিয়ে, আপত্তিকর বিভিন্ন ইমোজি ব্যবহার এবং কমেন্টের মাধ্যমে যৌন হয়রানি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) । উসকানি দিয়েছেন আরও তিন শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষার্থীকে এসব করতে । উসকানি দিয়েছেন আরও তিন শিক্ষার্থী এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চার ছেলে শিক্ষার্থীর ছবি উসকানি দিয়েছেন আরও তিন শিক্ষার্থ । তবে এগুলো ছড়িয়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা । তবে এতে পক্ষ-বিপক্ষে আলোচনা, সমালোচনাও চলছে । ওই নারী শিক্ষার্থী প্রথমে বিষয়টি নারীদের একটি গ্রুপে শেয়ার করেন যৌন হয়রানির শিকার । তবে পরে তা অন্য শিক্ষার্থীরাও জানতে পারেন এবং আন্দোলন শুরু হয় তারা ।

    লকডাউনে ভার্চ্যুয়ালি চলছে আন্দোলন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে । কোনো উদ্দেশ্যে তাঁরা তা করেননি বলে বিভিন্ন যুক্তি দিতে থাকেন ২২ জুলাই এক আলোচনায় চার শিক্ষার্থী বিষয়টিকে নিছক মজা বা ক্ষতিকারক । তা বুঝতে কারও আর বাকি ছিল না, তত দিনে স্ক্রিনশট দেখে ঘটনাটি আসলে কী ছিল । শিক্ষার্থীরা ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন । অনির্দিষ্টকালের জন্য বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা চার অভিযুক্ত শিক্ষার্থীকে ।

    তবে অভিযুক্তদের ছবি ঘুরছে ফেসবুকে :
    ফেসবুকে চার ছেলে শিক্ষার্থীর ছবি ছড়িয়ে দিতে তাঁরা বাধ্য হয়েছেন নারী শিক্ষার্থীর সহপাঠী যাঁরা যৌন হয়রানির ঘটনায় আন্দোলন করছেন তাঁরা বলছেন । তাঁরা এটা করতে বাধ্য হয়েছেন তবে এ ধরনের ঘটনা ঘটলেও যথাযথ বিচার পাওয়া যায় না বা বিচারহীনতার সংস্কৃতির জন্যই । যৌন হয়রানির অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে অবশ্য বুয়েটের পক্ষ থেকেও । কর্তৃপক্ষ আর বলছে, যথাযথ প্রক্রিয়ায় তদন্ত শেষে ঘটনার বিচার পাবেন ভুক্তভোগীচার চার জনে ।

    তবে ট্রল থেকে রেহাই পাচ্ছে না বুয়েট এবং ওই চার শিক্ষার্থী বুয়েটে ভর্তির আগে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, সেসব প্রতিষ্ঠান সব গুলো । বিভিন্ন গ্রুপে এবারের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা যেভাবে একজোট হয়ে আন্দোলনে নেমেছেন, তার প্রশংসাও চলছে বুয়েটের শিক্ষার্থীদের ফেসবুকে ‘বুয়েটিয়ান’সহ । তা সবাই জানতে পারছে ফেসবুকে সাহস করে বিষয়টি শেয়ার করেছেন বলেই । তার ফলে এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করছেন না তাঁরা । তাই নিয়েও তাঁরা প্রশ্ন তুলছেন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটে না। তাই ট্রলের বিষয়টি তাঁরা পাত্তা দিচ্ছেন না তেমন । রংপুর ডেইলীর সাথে বুয়েটের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়েছে ।

    তাঁরা আর বলছেন, বুয়েটে এর আগেও ‘টুনটুনি স্ক্যান্ডাল’সহ এ ধরনের অনেক ঘটনা ধামাচাপা দেওয়ার নজির আছে বুয়েটে । কেউ জানার সুযোগই পায়নি আর অনেক ঘটনাই বুয়েটের চৌহদ্দির বাইরে । তবে আর নয় । প্রতিবাদ করতে হবে বিকৃত আচরণকারীদের পরিচয় প্রকাশ করেই । কোনো প্রশ্নই আসে না আর এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হওয়ার । যৌন হয়রানির শিকার মেয়ে বা তাঁর পরিবার এখন পর্যন্ত সরাসরি বা ই-মেইলে কোনো অভিযোগ করেননি বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান আজ মঙ্গলবার রংপুর ডেইলীর বলেন ।

    তাঁর বিভাগের অন্য শিক্ষার্থীরা ই-মেইলে প্রথমে বিভাগের প্রধান বরাবর অভিযোগ করেন তবে মেয়ে শিক্ষার্থীর ক্লাস প্রতিনিধির মাধ্যমে । তবে বিষয়টি নজরে আসার পর ছাত্রকল্যাণ পরিদপ্তরের পক্ষ থেকে অভিযোগের হার্ড কপি ও সফট কপি বুয়েটের উপাচার্য বরাবর পাঠানো হয়েছে । ​আলোচনা করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে । আজ থেকেই কাজ শুরু করবে কমিটি । বুয়েটের যৌন নিপীড়ন প্রতিরোধে গঠিত কমিটিও বিষয়টি অবগত আছে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী । তবে তদন্ত শেষে যথাযথ প্রক্রিয়ায় বিচারপ্রক্রিয়া সম্পন্ন হবে হবে তারা জানে ।

    ​‘ শিক্ষার্থীর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া প্রসঙ্গে মো. মিজানুর রহমান বলেন ,সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়টি নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছি ,আনুষ্ঠানিকভাবে অভিযোগ প্রমাণের আগেই চার । তবে ফেসবুকের বিষয়টি নিয়ন্ত্রণ করা যায় না বা বাক্‌স্বাধীনতার কথা চিন্তা করে তা করাও যায় না জানান । তা নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন সময় সতর্ক থাকার অনুরোধ জানানো বা পরামর্শ দেওয়া হয় ফেসবুক ব্যবহারে অন্য কারও অনুভূতিতে যাতে আঘাত না লাগে, মানবাধিকার লঙ্ঘন না হয় । তবে চার শিক্ষার্থীর সবাই দোষী কি না, তাঁরা আবার ডিজিটাল আইনের আশ্রয় নেবেন কি না, এসব বিষয়ও জড়িত আছে ।

    ​তবে এ পর্যন্ত অভিযোগ পাওয়া ঘটনাগুলো ছিল সরাসরি যৌন হয়রানি করেছে, এমন ঘটনার আগে কখন হয়নি । সেদিক থেকে বিষয়টিও অনেকটা নতুন তবে এবারের ঘটনাটি হচ্ছে অনলাইনে যৌন হয়রানি । মো. মিজানুর রহমান তদন্ত কমিটি বিভিন্ন দিক বিবেচনা করেই তদন্ত করবে বলে উল্লেখ করেন ।

    আলোচনায় আছে নীতি-নৈতিকতার বিষয়টি :
    ​কোনো কিছুই বাদ যাচ্ছে না আলোচনা থেকে ফেসবুকে যৌন হয়রানির বিষয়টির পাশাপাশি নীতি-নৈতিকতা, শিক্ষার মান, অভিভাবকদের দায় থেকে । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেই এ ধরনের ঘটনা ঘটেই চলছে । শুধু বুয়েট নয় ,কোনোটি নজরে আসে, কোনোটি নজরে আসে না তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী রংপুর ডেইলীর এই কথা বলেন । বছরের পর বছর আইনি প্রক্রিয়ায় গেলে বিচারহীনতার সংস্কৃতিতে তা ঝুলে থাকে ।

    ​রাশেদা কে চৌধূরী বলেন শিক্ষাব্যবস্থা থেকে মূল্যবোধ ও নীতি–নৈতিকতার বিষয়গুলো হারিয়ে গেছে ,অভিযুক্ত চার শিক্ষার্থীর বিকৃত মানসিকতা প্রসঙ্গে (স্ক্রিনশট অনুযায়ী যেটুকু নজরে এসেছে) । এই তিন জায়গায় মূল্যবোধের দুর্বলতা প্রকট আকার ধারণ করেছে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান । তবে মধ্যবিত্ত সমাজে ঘুণে ধরার বিষয়টি অশনিসংকেতে পরিণত হয়েছে । পরীক্ষানির্ভরতা নিয়ে আত্মজিজ্ঞাসার সময় এসেছে বা শিক্ষায় শুধু জিপিএ-৫–এর পেছনে দৌড়ানো । অথচ এটা তো বিতর্কের কোনো বিষয় নয় যৌন হয়রানির ঘটনার পর পক্ষে-বিপক্ষে ফেসবুকে বিতর্ক শুরু হয়েছে । তবে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে সবাইকে । এইভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে দায়তে ্ন্ট সুপ্রতিষ্ঠিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করলেই অভিভাবকদের দায় শেষ হয় না।

    আইনি বাধ্যবাধকতাও মানতে হবে :
    প্রতিরোধে ২০০৯ সালে হাইকোর্ট ১১টি সুনির্দিষ্ট নির্দেশনা দেন কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি । তা পরিচালনার জন্য ন্যূনতম পাঁচ সদস্যের কমিটি থাকার নির্দেশ দেওয়া হয় এবং ওই রায়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগকেন্দ্র । অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ (সরাসরি কিংবা ইঙ্গিতে) যেমন, শারীরিক স্পর্শ বা এ ধরনের প্রচেষ্টা। তবে এ নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি বলতে বোঝা । যৌন হয়রানি বা নিপীড়নমূলক উক্তি, যৌন সুযোগ লাভের জন্য অবৈধ আবেদন, পর্নোগ্রাফি দেখানো, যৌন আবেদনমূলক মন্তব্য বা ভঙ্গি, অশালীন ভঙ্গি, যৌন নির্যাতনমূলক ভাষা বা মন্তব্যের মাধ্যমে উত্ত্যক্ত করা, কাউকে অনুসরণ করা বা পেছন পেছন যাওয়া, যৌন ইঙ্গিতমূলক ভাষা ব্যবহার করে ঠাট্টা বা উপহাস করা, চিঠি, টেলিফোন, মোবাইল, এসএমএস, ছবি, নোটিশ, কাটুন, বেঞ্চ, চেয়ার-টেবিল, নোটিশ বোর্ড, অফিস, ফ্যাক্টরি, শ্রেণিকক্ষ, বাথরুমের দেয়ালে যৌন ইঙ্গিতমূলক অপমানজনক কোনো কিছু লেখা প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ক্ষমতা ব্যবহার করে কারও সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করা।
    ​
    ​যৌন নিপীড়ন বা হয়রানির কারণে খেলাধুলা, সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক এবং শিক্ষাগত কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হওয়া, প্রেম নিবেদনে করে প্রত্যাখ্যান হয়ে হুমকি দেওয়া বা চাপ প্রয়োগ করা এবং ভয় দেখিয়ে বা মিথ্যা আশ্বাস দিয়ে বা প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন বা স্থাপনে চেষ্টা করা ব্ল্যাকমেল অথবা চরিত্র লঙ্ঘনের উদ্দেশ্য স্থির বা চলমান চিত্র ধারণ করা। ​নারী শিক্ষার্থী বিরক্তি প্রকাশ করেছেন প্রাথমিক পর্যায়ে ,বুয়েটের নারী শিক্ষার্থীর সঙ্গে প্রধান অভিযুক্ত শিক্ষার্থীর কথোপকথনের যে স্ক্রিনশন।


    ​একই আচরণ করতে থাকলে পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন ,ফেসবুকে ছড়িয়ে আছে, তাতে দেখা যায়। এরপরও । তাঁর আচরণের জন্য ক্ষমা চাইলেও তিনি থামেননি ওই অভিযুক্ত শিক্ষার্থী । বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট সালমা আলী এ নিয়ে রংপুর ডেইলীকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশনায় যৌন হয়রানির অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তির পরিচয় গোপন রাখতে হবে বলে বলা আছে সেখানে । তবে বুয়েটের ঘটনায় ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলোকে প্রমাণ হিসেবেই বলা যায়। তবে ওই নারীকে উত্ত্যক্ত করা হয়েছে, তা তো স্পষ্ট ​বুঝা ।

    তবে উসকানিদাতাদের অপরাধও কম না । আর এরপরও কোনোভাবেই যাতে অন্য কোনো ব্যক্তির মানবাধিকার লঙ্ঘিত না হয়, সেদিকেও সবাইকে সজাগ থাকতে হবে । আইনি বাধ্যবাধকতাও মানতে হবে । আর ফেসবুকে অভিযুক্ত ব্যক্তিদের ছবি ছড়িয়ে দেওয়া ঠিক হয়নি । তবে তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জানান তারা ।’

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Related Posts

    The War of Liberation: Key Battles That Shaped Bangladesh’s Independence

    November 20, 2024

    Bangladesh: A Nation Built on Resilience and Courage

    November 20, 2024

    The Role of the British Empire in Shaping Bangladesh’s Colonial Legacy

    November 20, 2024
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.