বিনা প্রয়োজনে বের হওয়ায় ৫৬৬জন গ্রেফতার

চলমান কঠোরতর লকডাউনের মধ্যেও মানুষ কোনো প্রয়োজন ছাড়াই বাহিরে বের হচ্ছে। বারবার  বলার পরও কোনো ধরণের স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ।  প্রতিদিন এজন্য পুলিশ কর্তৃক গ্রেপ্তারও হচ্ছে অনেকে বা জরিমানা করা হচ্ছে। তবুও মানুষ বের হচ্ছেই। 

আবারো দেশে চলমান লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করে বিনা প্রয়োজনে বাইরের বের হওয়ায় ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই মানুষদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। 

বিনা প্রয়োজনে  মানুষ আবার গাড়ি নিয়েও বের হচ্ছে।  এজন্য ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে। এর আগে রবিবার রাজধানীতে ৫৮৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Comment