গ্লুকোজ কমে যাওয়া ও বেড়ে যাওয়া

গ্লুকোজ আমার শরীরের জন্য অনেক প্রয়োজনীয় উপাদান।এর নির্দিষ্ট মাত্রা আমাদের জন্য খুব দরকারী।কিন্তু মাঝে মাঝে এই পরিমাণ বেড়ে বা কমে যেতে পারে।

গ্লুকোজের পরিমাণ কমে গেলে তাকে বলে হাইপোগ্লাইসেমিয়া।এর কারণগুলো হলো-
*অপুষ্টি
*যকৃতের রোগ
*মদ্যপান
*অতিরিক্ত ইনসুলিন গ্রহণ
*এডিসন’স ডিজিজ

রক্তে গ্লুকোজ বেড়ে গেলে তাকে বলে হাইপারগ্লাইসেমিয়া।এর কারণগুলো হলো-
*ডায়াবেটিস মেলাইটাস
*গ্লুকোজ হজম করতে না পারা
*গর্ভাবস্থা
*অগ্ন্যাশয় এর রোগ
*থাইরোটক্সিকোসিস
*এক্রোমেগালি
*কুশিং সিনড্রোম

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment