উত্তরাঞ্চলের মানুষের মধ্যে দেখা যাওয়া খুব সাধারণ একটি রোগ হলো গয়টার।এই রোগে গলা ফোলা দেখা যায়।আজ আমরা এই গয়টার সম্পর্কে জানব।
থাইরয়েড গ্লান্ড এর বৃদ্ধিপ্রাপ্ত অবস্থাকে বলে গয়টার।এটি দুই ধরনের হয়ে থাকে-
১.সাধারণ গয়টার
২.মাল্টিনডুলার গয়টার
সাধারণত সাধারণ গয়টার পরবর্তীতে মাল্টিনডুলার গয়টারে পরিণত হয়।
এখন আমরা জেনে নেব সাধারণ গয়টার কিভাবে সৃষ্টি হচ্ছে-
আমাদের শরীরে যখন আয়োডিনের অভাব দেখা দেয় তখন থাইরয়েড গ্রন্থি থেকে প্রযোজনীয় পরিমাণে থাইরক্সিন এবং ট্রাইআয়োডোথাইরনিন উৎপন্ন হয়না।এতে করে থাইরয়েড উদ্দীপক হরমোনের ক্ষরণ বেড়ে যায়।বিশাল পরিমাণে এই হরমোন ক্ষরিত হতে থাকে।এতে করে থাইরয়েড ফলিকুলার কোষের সংখ্যা বেড়ে যায়।এবং একপর্যায়ে গয়টার এর উপস্থিতি ঘটে।
এই অবস্থার সম্মুখীন যাতে না হতে হয় সেজন্য আমাদেরকে আয়োডিনযুক্ত লবণ এবং সামুদ্রিক খাদ্য গ্রহণ করতে হবে।
©দীপা সিকদার জ্যোতি