কুশিং সিনড্রোমে শারীরিক পরিবর্তন

এড্রেনাল হরমোন আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজনীয় হরমোন।এদের ক্ষরণ আমাদের শারীরিক বিভিন্ন কাজের জন্য দরকারী।কিন্তু এই হরমোনগুলোর অতিরিক্ত ক্ষরণ আমাদের শরীরের জন্য ভালো নয়।এটি রোগের কারণ হয়ে দাঁড়ায়।যে রোগটি হয় তার নাম কুশিং সিনড্রোম।

এড্রেনাল কর্টেক্স থেকে নিঃসৃত হরমোনের নিঃসরণ বেড়ে গেলে যে রোগটি হয় সে রোগের নাম কুশিং সিনড্রোম।রোগটি হলে শারীরিক বিভিন্ন পরিবর্তন আসে।যেমনঃ
*মুখ চাঁদের মত গোলাকার হয়ে যায়
*পেট বড় হয়ে যায়
*পেট পেন্ডুলাসের মত হয়
*থুতনি লাল হয়ে যায়
*অস্টিওপরোসিস
*ক্ষত দেরিতে শুকানো
*চামড়া পাতলা হয়
*মুখে চুল বেড়ে যায়
*স্থুলতা
*ক্ষুধা বেড়ে যাওয়া
*রাতে ঘুম না আসা
*হাইপারটেনশন
*হাইপারগ্লাইসেমিয়া
*ডায়াবেটিস মেলাইটাস
*পুরুষে পুরুষত্বহীনতা,নারীতে মাসিক নিয়মিত না হওয়া।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment