মস্তিষ্কের গহ্বর গুলোর সংযোগ প্রয়োজন কেন?

আমাদের মস্তিষ্কে গহ্বর থাকে।মোট চারটি গহ্বর।দুইটি পার্শ্বীয় গহ্বর,একটি তৃতীয় গহ্বর ও একটি চতুর্থ গহ্বর।এর গহ্বর গুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলে।

দুইটি পার্শ্বীয় গহ্বর এর সাথে তৃতীয় গহ্বর ফোরামেন অফ মনরোর মাধ্যমে যুক্ত থাকে।
তৃতীয় গহ্বর এর সাথে চতুর্থ গহ্বর সেরেব্রাল একুইডাক্ট এর মাধ্যমে যুক্ত থাকে।
চতুর্থ গহ্বর এর সাথে স্পাইনাল কর্ড সেন্ট্রাল ক্যানেল এর মাধ্যমে যুক্ত থাকে।
চতুর্থ গহ্বর ফোরামেন অফ লুসকা এবং ফোরামেন অফ ম্যাজেন্ডি এর মাধ্যমে সাবএরাকনয়েড স্পেস এর সাথে যুক্ত থাকে।

চারটি গহ্বর এর মধ্যে যে যোগাযোগ রক্ষিত থাকে তা আমারা জানলাম।কিন্তু এই যোগাযোগ রক্ষা করার প্রয়োজন কেন?এখন সেই সম্পর্কে জানব।
এই গহ্বর গুলোর মধ্যে সংযোগ থাকে বলেই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড এর সঞ্চালন সম্ভব হয়।তারা মস্তিষ্ক থেকে রক্তের প্রবাহে পরিবাহিত হতে পারে।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment