করোনা

কি করি কি খাই,হাতে কোনো কাজ নাই
ঘরে থাকার এ কেমন আইন!
মাঝে মাঝে শুয়ে শুয়ে,বলি খুব ক্ষোভ নিয়ে
জ্বালার এক কোয়ারেন্টাইন
বহুদূরে গেছিলাম,প্রস্তুতি নিছিলাম
আর ঈদে আসা হবে বাড়ি
ঘটে গেল এক কেস,গুছালাম স্যুটকেস
হল ছাড়লাম তাড়াতাড়ি।
ব্যাগে করে বই খাতা,নিয়ে এসে একগাদা
রাখলাম ঘরের এক কোণে
পড়াশোনা পরে হবে,কাল থেকে দেখা যাবে
বললাম নিজ মনে মনে।
সারাদিন শুয়ে বসে,হাজার হিসাব কষে
দেখলাম ছুটি বেশি বড় না
কিন্তু সে গুড়ে বালি,ছুটি বাড়তেছে খালি
ভয়ানক হয়ে গেছে করোনা।
মহামারী চারদিক,জীবনের নাই ঠিক
প্রতিদিন ঝরে কত প্রাণ!
জনতার গালি খেয়ে,পিপিই পেয়ে না পেয়ে
ডাক্তারও শেষে দেয় জান।
ও করোনা,করোনা, মানুষ আর মেরো না
জ্বালিয়োনা আর দিনে রাতে
ধরা হলে সুস্থ, দিল্ হবে খুশ তো
বাঁচবো সবাই একসাথে

কলমে- দীপা সিকদার জ্যোতি

Leave a Comment