তবে করোনা পরিস্থিতির কারণে আটকে থাকা চলতি বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে না নিয়ে কেবল বিভাগভিত্তিক (গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে নেওয়া হবে । তবে পরিস্থিতি অনুকূলে এলে পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে । আর বাকি বিষয়গুলোর মূল্যায়ন হবে এসএসসির ক্ষেত্রে জেএসসি ও সমমান এবং এইচএসসির ক্ষেত্রে জেএসসি, এসএসসি এবং সমমানের পরীক্ষার ‘বিষয় ম্যাপিং’ করে । যদি করোনার কারণে পরীক্ষা না নেওয়া যায়, তাহলে অ্যাসাইনমেন্ট এবং বিষয় ম্যাপিং অথবা শুধু বিষয় ম্যাপিংয়ের ভিত্তিতে ফল মূল্যায়ন করা হবে ।
তবে কীভাবে এ ম্যাপিংয়ের কাজ হবে, সেটি এখনো ঘোষণা করেনি শিক্ষা মন্ত্রণালয় । আর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেভাবে বিষয় ম্যাপিং করে বিভিন্ন বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছিল, সেই ‘মডেল’কে সামনে রেখেই এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিষয় ম্যাপিং করে আবশ্যিক বিষয়গুলোর নম্বর ঘোষণা করা হতে পারে । তবে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গত বছরের এইচএসসির অভিজ্ঞতাটি তাঁদের সামনে আছে ।
যেহেতু কেবল আবশ্যিক বিষয়, ফলে খুব সমস্যা হবে না এই কাজ করতে । তবে আজ ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, করোনো পরিস্থিতি অনুকূলে এলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে গ্রুপভিত্তিক শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে । তবে বিভাগভিত্তিক নৈর্বাচনিক বিষয়, যেমন বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ইত্যাদি । আর সম্ভাব্য সময় অনুযায়ী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে।
তবে জেএসসি পর্যায়ে যেসব বিষয় পড়ানো হয়, তার সব কটি এসএসসি বা এইচএসসির স্তরে থাকে না। আবার এসএসসিতে বিজ্ঞান বিভাগে পড়লেও অনেকে উচ্চমাধ্যমিকে গিয়ে বিভাগ পরিবর্তন করে মানবিক বা ব্যবসায় শিক্ষায় পড়ে । তার ফলে পড়ার বিষয়ও পরিবর্তিত হয়। তবে পরীক্ষা না হলে আগের পাবলিক পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ের নম্বরকে বিবেচনা করে কাজটি করা হয় । এটি করা হয় বিষয় ম্যাপিং করে। গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়ন করা হয়েছিল বিষয় ম্যাপিং করে । তবে জেএসসি, জেডিসি পরীক্ষার আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের ২৫ শতাংশ এবং এসএসসি ও সমমানের আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বরের ৭৫ শতাংশ বিবেচনা করে এইচএসসিতে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছিল ।
তবে এইচএসসির এই সিদ্ধান্ত সামনে রেখে আলোচনা করে বিষয় ম্যাপিং চূড়ান্ত করা হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম । আর প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা হতো। কিন্তু করোনার কারণে গত বছর থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। করোনা পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ থেক । তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে । আর শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা জানান, তাঁদের পরিকল্পনায় ছিল, সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে শ্রেণিকক্ষে ক্লাস করিয়ে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা নেওয়ার ।
এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে । তবে সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত ছুটি আছে। সরকার ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও স্বাভাবিকভাবে বাড়বে । তবে এর মধ্যে আজ শিক্ষামন্ত্রী দেশে এখন সংক্রমণের যে হার এবং মৃত্যুর সংখ্যাও যা, তাতে এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই । তবে শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে বিষয়টি আরও স্পষ্ট যে শিক্ষাপ্রতিষ্ঠান শিগগির আর খুলছে না । আর এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মুখে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প সিদ্ধান্ত জানাল সরকার ।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি ও ধর্ম বিষয়ের মূল্যায়ন জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষায় হয়েছে । তবে বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের মূল্যায়ন বোর্ডের পরীক্ষায় হয়নি । আর এ ছাড়া উচ্চতর শিক্ষার জন্যও এই বিভাগভিত্তিক বিষয়গুলোর মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে । তবে সেই কারণেই বিভাগভিত্তিক বিষয়গুলোর মূল্যায়ন জরুরি । আর সেই চিন্তা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রথমত, পরীক্ষার মাধ্যমে মূল্যায়নটি হচ্ছে, এটি ভালো দিক । তাঁর পরামর্শ হলো বাংলা ও ইংরেজিতে অন্তত একটি করে পত্রে (দুই পত্রকে একটি করে) এবং গণিত বিষয়েও মূল্যায়ন হওয়া উচিত ।