কবিতা- সৌন্দর্য

একটা মেয়ে চার দেয়ালের মাঝে
সবাই কথা শোনায় আজেবাজে
মেয়ে তুমি দেখতে ভারী ময়লা
ঠিক যেন ঐ চুলোর পোড়া কয়লা।

একটা মেয়ে চার দেয়ালের মাঝে
সবাই কথা শোনায় আজেবাজে
কোন গুদামের খাও গো তুমি চাল?
খেয়ে খেয়ে হয়েছো ফুটবল!

একটা মেয়ে চার দেয়ালের মাঝে
সবাই কথা শোনায় আজেবাজে
এত খাটো কেমন করে হলে?
ঘুরতে বুঝি শুধুই মায়ের কোলে?

একটা মেয়ে চার দেয়ালের মাঝে
সবাই কথা শোনায় আজেবাজে
গায়ে এত হালকা হলে চলে?
উড়েই বুঝি যাবে হাওয়া এলে।

হাজার মেয়ে চার দেয়ালের মাঝে
এমন কথা রোজই কানে বাজে
সবাই ভাবে সৌন্দর্যটা বাইরে
মনের খবর নেওয়ার তো কেউ নাই রে।

হাজার মেয়ে চার দেয়ালের মাঝে
পায় অপমান সবার কথা,কাজে
সৌন্দর্যকে খুঁজতে যে হয় মনে-
এই কথাটা ঠিক কয়জন জানে?

লেখা- দীপা সিকদার জ্যোতি

Leave a Comment