১২০০ কেজি ওজনের “রাজা” নামে গরুটি দেখতে উৎসুক জনতার ভিড়

দিনাজপুরে ১২০০ কেজি ওজনের “রাজা” নামে ১টি গরু দেখতে উৎসুক জনতার ভিড়। গরুটির মালিক দিনাজপুর সদর উপজেলার মাসিমপুরে কৃষিবীদ জাকারিয়া তিনি শখের বসে পালন গত কয়েক বছর ধরে গরু পালনের কাজে সম্পৃক্ত হয়েছেন।

তিনি তার পালনকৃত গাভীকে ফ্রিজিয়ান জাতের বীজ প্রদান করেন এবং এই বীজ এর মাধ্যমে গরুটির জন্ম। ফ্রিজিয়ান জাতের বীজ হতে জন্ম নেয়া গরুটির নাম রাখা হয় “রাজা”। রাজা’র ২ বছর ৮ মাস পালনে ওজন দাঁড়িয়েছে ১ হাজার ২ শত কেজি। রাজা’র ৭ ফিট দৈর্ঘ্য আর ৫ ফিট ৫ ইঞ্চি উচ্চতার রাজার দাঁত সংখ্যা চারটি। গরুটির মালিক জাকারিয়া দাম নির্নয় করেছেন ৭ লক্ষ টাকা।

দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসছে রাজাকে দেখতে। কেউ কেউ দাম হাকিয়েও যাচ্ছে আসন্ন কুরবানীকে কেন্দ্র করে। গরুটি দিনাজপুর সদর উপজেলার ৬ নং ইউপি’র মাশিমপুর মোল্লাপাড়া কেবিএম কলেজের পশ্চিমে জাকারিয়ার নিজ বাড়ীতে রয়েছে।

Leave a Comment