নিজ জেলায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন পরীক্ষা দেওয়ার জন্য রংপুরে এসে আটকে যাওয়া শিক্ষার্থীদের । বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় আজ মঙ্গলবার । বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন , বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনায় । প্রশাসন সূত্রে আর জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী বিভিন্ন বর্ষের পরীক্ষা দিতে এসে চলমান কঠোর লকডাউনে রংপুরে আটকে পড়েছেন ।
তবে সারা দেশের গণপরিবহন বন্ধ থাকায় তাঁদের বাড়ি ফেরা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে । আর উদ্বেগের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের নিজস্ব বাসে করে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর থেকে বিশ্ববিদ্যালয়ের এসব বাস যাবে শুধু বিভাগীয় শহরে । আর বিভাগীয় শহরে যেতে যেসব জেলা–উপজেলা পড়বে এসব স্থানের শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া হবে । যেমন রাজশাহী যেতে বগুড়া, নাটোর জেলাসহ কিছু এলাকা পড়বে । তবে সেসব জায়গার শিক্ষার্থীরা যেতে পারবেন । আর ঠিক এভাবে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগেও বাস যাবে ।
তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ২০১৯ সালের আটকে থাকা পরীক্ষাগুলো ৪ জুলাই থেকে শুরু করতে প্রতিটি বিভাগকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন । আর এ খবর পেয়ে কয়েক দিনের মধ্যে শিক্ষার্থীরা রংপুরে চলে আসেন । তবে আবাসিক হল বন্ধ থাকায় শিক্ষার্থীরা মেসে পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন । ১ জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে । আর এর মধ্যেই সংশ্লিষ্ট বিভাগগুলো পরীক্ষা স্থগিত করে দেয় । তবে এতে মেসে থাকা শিক্ষার্থীদের বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় । আর এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসযোগে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার দাবি তোলেন ।
রংপুরে বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ঠিক কতজন শিক্ষার্থী রয়েছেন, সেই তথ্য প্রশাসনের কাছে নেই। এ কারণে বাড়ি ফিরত ইচ্ছুক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে তথ্য জমা দিতে হবে। তবে কবে থেকে শিক্ষার্থীদের বাড়ি ফেরা শুরু হবে, তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি। বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, কোন জেলাতে কতজন শিক্ষার্থী রয়েছেন, তা এখনো জানা যায়নি। প্রক্টরের ফোনে শিক্ষার্থীদের নাম, কোন বিভাগে অধ্যয়ন, নিজ জেলা জানিয়ে দিতে হবে।