চাকরিপ্রার্থীদের বর্তমানে করণীয়

35 বিসিএস থেকে প্রশ্নের ধারা প্রতিনিয়ত পরিবর্তনশীল 10 থেকে 34 পর্যন্ত একটা নির্দিষ্ট ট্রেন্ড অনুসরণ করে পিএসসি প্রশ্নপত্র সেট করতো | যেখানে বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস ও বাজারের 2 /1 সেট গাইড মুখস্থ করলেই ভালো কিছু হয়ে যেত |বর্তমানে বিষয়টি একেবারেই ভিন্ন |


এর কারণ প্রতিবছর নতুন 1 লক্ষ করে পরীক্ষার্থী আগের পরীক্ষার্থীদের সাথে যুক্ত হচ্ছে |এক হিসাবে দেখা যায় বর্তমানে বিসিএস পরীক্ষার্থীদের 15 থেকে 16 হাজার পরীক্ষা দেয় শুধু ক্যাডার পরিবর্তন করতে অর্থাৎ তারা ইতিমধ্যে কোন না কোন ক্যাডার পেয়েছে |তাহলে বিষয়টি একটু অনুধাবন করুন এটি শুধুমাত্র বিসিএস না অন্যান্য জবের ক্ষেত্রেও | তার মানে এই নয় যে বিষয়টি খুব কঠিন জেনে-বুঝে -কৌশলে এগোতে পারলেই প্রথম বারেই পৌঁছানো যাবে স্বপ্নের জায়গায় |

তবে এর জন্য 90 দশকের জব সলুশন ও mp3 জগত থেকে বেরিয়ে বর্তমান ধারার সাথে যুক্ত হতে হবে |মনে করো প্রিভিয়াস প্রশ্ন এসেছে বা গাইড থেকে প্রশ্ন কমন এসেছে একটু ভাবো তো এ ধরনের প্রশ্ন কি তুমি শুধু একাই পারবে অন্যরা ঘাস খাবে | 5 লাখ পরীক্ষার্থীর অন্তত 1 লাখ পরীক্ষার্থী আছে যাদের গাইড বইয়ের পেজ নাম্বার সহ মুখস্ত সুতরাং এবার বুঝেছো PSC কেন বারবার প্রশ্নের ধারা পরিবর্তন করছে ;না বুঝার কিছুই নাই ওই 100000 পরীক্ষার্থীর হাত থেকে বাঁচার জন্য নতুন নতুন পথে হাঁটতে হচ্ছে PSC কে |


আর এই নতুনত্ব আনতে যে পিএসসি যেসব পথে হাঁটছে আজকার একটু বিশ্লেষণ করি :

  1. কিছু প্রশ্নের একাধিক উত্তর সেট করা;
  2. মাঝে মাঝে প্রশ্নের ভুল বা অপশনে সমস্ত কিছু ভুল ;
    3.কিছু প্রশ্নের বিতর্কিত উত্তর ;
  3. কমন প্রশ্নের আনকমন উত্তর;
  4. মাঝে মাঝে সিলেবাসের বাইরে গিয়ে প্রশ্ন সেট করা;
  5. পরীক্ষার্থীর অবহেলার জায়গায় বেশি প্রশ্ন সেট করা ;
  6. সবথেকে গুরুত্বপূর্ণ স্থানগুলো এড়িয়ে যাওয়া ;
    8.এমন কিছু প্রশ্ন সেট করা যার উত্তর করা অন্তত পরীক্ষার হলে সম্ভব নয় জেনেও শুধুমাত্র পরীক্ষার্থীর (TIME KILL) করাতে বেশি বেশি করে সেট করা | বিশেষ করে (MATH+ IQ + আইসিটি) |
  7. প্রশ্নের ধারা বুঝতে পারার আগেই নতুন ধারা সংযোজন |
  8. এমন কিছু জায়গা থেকে প্রশ্ন সেট করা ,যা আসলে ওই সময় পর্যন্ত কোনো পরীক্ষার্থীর ওই বিষয়ের উপর প্রস্তুতি থাকে না বিশেষ করে (বাংলা /ইংরেজি সাহিত্য +বিজ্ঞান) |
  9. পরীক্ষার্থীরা যে বছর যে বিষয়ের উপর স্বাভাবিকভাবেই বেশি জোর দেয়া উচিত বলে মনে করে সে বিষয়টি এড়িয়ে চলে পিএসসি বিশেষ করে বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার |
    12 যে বিষয়গুলোকে পরীক্ষার্থীরা স্বপ্নেও ভাবেনা, পড়া তো দূরের কথা সে বিষয়ে প্রশ্ন সেট করা |
  10. তবে সব থেকে বড় সমস্যার জায়গা হল UNDERSTANDING টপিকগুলো থেকে সেট করছে MEMORIZING প্রশ্ন আর MEMORIZING টপিকগুলো থেকে সেট করছে UNDERSTANDING টাইপের প্রশ্ন |

অভিজিৎ

Leave a Comment