আগামী ২৫ এপ্রিল রোববার থেকে দেশের সকল স্থানের দোকানপাট খুলে দেওয়ার জন্য আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করেছে।এতে বলা হয়েছে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমলগুলো খোলা রাখা যাবে।
এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৪ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত সারাদেশে সর্বাত্মক লকডাউন দেওয়া হয়।গতকাল বৃহস্পতিবার থেকে আবার দ্বিতীয় দফায় লকডাউন দেওয়া হয় যা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।এছাড়া গত ২৯ মার্চ ১৮ দফার একটি প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ সরকার।এতে কিছু বিধিনিষেধ দেওয়া ছিল যা দেশের প্রতিটি মানুষের উপর মেনে চলার নির্দেশ ছিল।এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘরের বাহিরে অবস্থান করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে চলাচলের জন্য ১৪টি শ্রেণীতে মুভমেন্ট পাস দেওয়া হচ্ছে কিছুদিন ধরে।মুভমেন্ট পাসাধারি ব্যাক্তি বিনা বাধায় রাস্তাঘাটে চলাচল করতে পারবেন।তবে সবাইকে এই পাস দেওয়া হচ্ছে না।একমাত্র জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হয়।