Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    ২০২৩ সালেও পুনর্বিন্যাস সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMarch 13, 2022Updated:May 2, 2022No Comments2 Mins Read
    নতুন বছরে ক্লাস যেভাবে চলবে, জানালেন শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘করোনা সংকটকালে বাস্তবতার নিরিখে দুটি বড় পাবলিক পরীক্ষা আমরা সংক্ষিপ্ত আকারে নিয়েছি। সেই ধারাবাহিকতায় এসএসসি ও এইচএসসিতে ২০২২ সালের ন্যায় আগামী ২০২৩ সালেও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। এতে শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমবে। তারা আনন্দময় মানসিকতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হবে।’আজ রোববার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় অবস্থিত উত্তর বাংলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

    দীপু মনি আরও বলেন, ‘শুধু পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কর্মসংস্থানমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। করোনা সংকটকালে বাস্তবতার নিরিখে শিক্ষার্থীদের সরাসরি পাঠদানের পরিবর্তে আমরা অনলাইনভিত্তিক পাঠদান করেছি, সেটা আমাদের প্রযুক্তির সহায়তায় সম্ভব হয়েছে। এখন অবস্থার পরিবর্তন হয়েছে, আমরা আবার সরাসরি শ্রেণিতে পাঠ দানে ফিরছি।’

    আসন্ন চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে সম্পর্ক রাখতে পারে এমন অভিজ্ঞ ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সেই উপযোগী শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন দীপু মনি। তিনি আরও বলেন, ‘ঢাকার বাইরে প্রত্যন্ত এলাকার কোনো কলেজে একটি সমৃদ্ধ লাইব্রেরি থাকতে পারে, তা কাকিনার উত্তর বাংলা কলেজের গুরু নানক লাইব্রেরি পরিদর্শন না করলে বুঝতে পারতাম না। উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা দেশ-বিদেশের স্বনামধন্য অর্থনীতিবিদ, গবেষক ও অধ্যাপক ড. মোজাম্মেল হক, যার নির্দেশনায় উত্তর বাংলা কলেজ রংপুর বিভাগের শ্রেষ্ঠ বেসরকারি কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি মডেল কলেজে পরিণত হয়েছে। এই কলেজের কথা আমি মনে রাখব, এর উন্নয়নে যা করা সম্ভব সেটা করব।’

    লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ও লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ও গবেষক মোজাম্মেল হক। আরও বক্তব্য দেন উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আবদুর রৌফ সরকার, বীর মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম, কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

     

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.