আমাদের হৃদপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে।তার মধ্যে একটি হলো ডান অলিন্দ।এর আবার স্মুথ এবং রাফ পার্ট থাকে।স্মুথ পার্টকে বলে সাইনাস ভেনোরাম আর রাফ পার্টকে বলে এট্রিয়াম প্রোপার।
সাইনাস ভেনোরামে দেখা যায়-
*সুপিরিয়র ভ্যানাকাভার ওপেনিং
*ইনফিরিয়র ভ্যানাক্যাভার ওপেনিং
*করোনারি সাইনাসের ওপেনিং
*ফোনামিনা ভেনোরাম
*ইন্টারভেনাস টিউবার্কল
এট্রিয়াম প্রোপারে থাকে-
*ক্রিস্টা টার্মিনালিস
*পেকটিনেট মাসল
*ইন্টারএট্রিয়াল সেপ্টাম
ইন্টারএট্রিয়াল সেপ্টামে আবার থাকে-
-ফোসা ওভালিস
-লিমবাস ফোসা ওভালিস
-ট্রাইএঙ্গেল অফ কচ
-টোরাস এওর্টিকাস
আমাদের পুরো শরীর থেকে দূষিত রক্তগুলো আসে এই ডান অলিন্দে।এগুলো আসে দুইটি মহাশিরা দিয়ে-
-সুপিরিয়র
-ইনফেরিয়র
তারপর রক্তগুলো ডান নিলয় হয়ে ফুসফুসে যায় বিশুদ্ধ হওয়ার জন্য।
©দীপা সিকদার জ্যোতি