নয়নজলে ভেজা বালিশে
রাত্রি কাটে আমার
নিদ্রার আবেশে।
তোমার প্রিয়ার ফোনালাপে
নিশিযাপন কর তুমি
কতই না আহ্লাদে।
ফিসফিস আলাপনে কেটে যায়
তোমাদের সমগ্র রাত।
ঘুমাই না আমি জেগে জেগে ভাবি
আমার ভালোবাসায় ছিল না তো
সামান্যও কোনো খাদ।
নিদ্রা বিসর্জনে তুমি কিনেছো
আনন্দঘন দীর্ঘ প্রহর।
ভালোবাসা সব তোমায় দিয়ে,
রিক্ত আমি আর শূন্য আমার শহর।
আমার টেবিলে ছড়িয়ে থাকে
অ্যান্টি-ডিপ্রেশনের বড়ি।
তোমার প্রিয়ার টেবিলে থাকে
আমারই পছন্দের সেই ঘড়ি।
ঝিঁঝিঁর ডাকে ছন্দ মিলিয়ে
ঘুমিয়ে পড়ি নিদ্রালসে,
বড্ড ক্লান্ত আমি যে আজ
ডিপ্রেশনের ভার সয়ে।
আমার খোপা খালিই থাকে,
সামলিয়ে রাখে কাঁটা।
তোমার প্রিয়ার খোপা থাকে
গোলাপ ফুলে আঁটা।
সময় কেটে যায়
পাখিরা ফিরে যায় নীড়ে,
তুমিই শুধু ফিরলে না আর
আমার মনের কুঠিরে।
Writer: মেহেজাবীন শারমিন প্রিয়া।