সে এসেছিল,
শিউলী ঝরা সকালে।
পা ভিজিয়েছিল
শিশিরস্নাত ঘাসে।
সে এসেছিল,
একগুচ্ছ কবিতা নিয়ে।
কলমের ছোঁয়ায়
যেগুলো জীবন্ত হয়ে উঠেছিল।
সে এসেছিল,
খোলা চিঠি নিয়ে।
খামে আবদ্ধ করে
রাখেনি কোনো কথা।
সে এসেছিল,
আমাকে জানতে।
আমি কেন অপরাহ্ণে
চুপচাপ বসে থাকি!
কেন বলি না আর কথা
আগের মতোন।
সে এসেছিল,
মুঠোভর্তি কাঠগোলাপ নিয়ে।
বিস্ময় আর আনন্দের
এক চিলতি হাসি দেখে
সে ফিরে গেছে;
ফিরে গেছে
পরিতৃপ্ত মন নিয়ে।
সায়াহ্নের আবছা আলোয়
আমি দেখেছি,
দেখেছি তার চলে যাওয়া।
ধীর পায়ে এগুচ্ছে সে
তার গন্তব্যের পথে।
মায়ার টানেও আর
পিছু ফেরেনি,
ঘাড় ঘুরিয়ে একটুও দেখেনি
আমার চোখের অশ্রুজল।
তারই বিরহে আমি বিরহিত,
সে জেনেও জানলো না।
জানবার ভয়ে রাখলো না
চোখে চোখ।
কেন এত ভয়?
না পাওয়ার সংশয়,
কেন হারিয়েও তাকে
খুঁজে ফিরি বারবার?
_______||সে এসেছিল||_______
কলমে: মেহেজাবীন শারমিন প্রিয়া