আমাদের মস্তিষ্কের সেরেব্রামের চারটি লোবের মধ্যে একটি হলো প্যারাইটাল লোব।এই লোব সম্পর্কে আজকে জেনে নেব।
প্যারাইটাল লোবে থাকে,
দুইটি সালকাস-
*পোস্ট সেন্ট্রাল সালকাস
*ইন্ট্রাপ্যারাইটাল সালকাস
তিনটি জাইরাস-
*পোস্ট সেন্ট্রাল জাইরাস
*সুপিরিয়র প্যারাইটাল জাইরাস
*ইনফেরিয়র প্যারাইটাল জাইরাস
ইনফেরিয়র প্যারাইটাল জাইরাসে আরো দুইটি জাইরাস দেখা যায়।সেগুলো হলো-
*সুপ্রা মার্জিনাল জাইরাস
*এংগুলার জাইরাস
সেরেব্রামের প্যারাইটাল লোবে মূলত সেন্সরি কাজ করে।অর্থাৎ,সংবেদী কাজ হয় এখানে।
উল্লেখ্য, সালকাস বলতে নিচু জায়গা এবং জাইরাস বলতে উঁচু জায়গাকে বোঝানো হয়।
©দীপা সিকদার জ্যোতি