আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম সেরেব্রাম।এই সেরেব্রামের কর্টেক্সের কিছু স্তর বা লেয়ার আছে।যেমন-
১.মলিকিউলার লেয়ার/প্লেক্সিফর্ম লেয়ার
২.এক্সটার্নাল গ্রানুলার লেয়ার
৩.এক্সটার্নাল পিরামিডাল লেয়ার
৪.ইন্টার্নাল গ্রানুলার লেয়ার
৫.ইন্টার্নাল পিরামিডাল লেয়ার
৬.মাল্টিফর্ম লেয়ার
মলিকিউলার লেয়ারে থাকে স্নায়ুতন্তু।
বাহ্যিক গ্রানুলার লেয়ার থাকে পিরামিডাল কোষ ও স্টেলেট কোষ।তবে পিরামিডাল কোষ পরিমাণে কম থাকে।
বাহ্যিক পিরামিডাল কোষে থাকেও পিরামিডাল কোষ ও স্টেলেট কোষ থাকে।এখানে পিরামিডাল কোষ বেশি থাকে।
ইন্টার্নাল গ্রানুলার লেয়ারে পিরামিডাল কোষ কম ও স্টেলেট কোষ বেশি থাকে।
ইন্টার্নাল পিরামিডাল লেয়ারে পিরামিডাল কোষ বেশি ও স্টেলেট কোষ কম থাকে।
মাল্টিফর্ম লেয়ারে দুই ধরনের কোষ থাকে।
এই ছয়টি লেয়ারই যে কর্টেক্সের মধ্যে থাকে হোমোটিপিকাল কর্টেক্স বলে।আর যে কর্টেক্সে কিছু লেয়ার বাদ থাকে তাকে হেটারোটিপিকাল কর্টেক্স বলে।এরা আবার দুই ধরনের হয়- গ্রানুলার ও এগ্রানুলার।
©দীপা সিকদার জ্যোতি