মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি লম্বা অংশ হলো সুষুম্নাকাণ্ড যেটি ভার্টিব্রাল কলামের মধ্যে থাকে।পূর্ণবয়স্ক ব্যক্তিতে এটি ফোরামেন ম্যাগনাম থেকে প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত এবং শিশুতে তৃতীয় লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য প্রায় ৪৫ সেন্টিমিটার।
আমাদের সুষুম্নাকাণ্ড কে সুরক্ষা দেয় কশেরুকার কলাম,মেনিনজেস আর সেরেব্রোস্পাইনাল ফ্লুইড।
সুষুম্নাকাণ্ডের কাজ হলো-
১.বিভিন্ন ধরনের মোটর এবং সেন্সরি পথ বহন করা।
২.বিভিন্ন তথ্যের সমন্বয় করা।
৩.বিভিন্ন প্রতিবর্তী কাজের সাথে এটি জড়িত।
সুষুম্নাকাণ্ডের বাইরের দিকে থাকে হোয়াইট ম্যাটার আর ভেতরে থাকে গ্রে ম্যাটার।
হোয়াইট ম্যাটারে তিন ধরনের কলাম থাকে-
১.সামনের কলাম
২.পেছনের কলাম
৩.পাশের কলাম
গ্রে ম্যাটারে দুই ধরনের কলাম থাকে-
১.সামনের কলাম
২.পেছনের কলাম
ক্ষেত্রবিশেষে পাশের কলামও থাকে।
©দীপা সিকদার জ্যোতি